Header Ads

ব্রেকিং নিউজ........ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১-২২ সেশন।

 ব্রেকিং নিউজ

.........ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১-২২ সেশন।


৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট,
১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং
১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই আবেদন করা যাবে।
এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।
গতবারের মতো এবারও বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয় গুলোতে কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ঢাবি ভর্তিতে আবেদনের যোগ্যতা কমছেঃ
এই বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৮ থাকতে হবে। গতবছর সেটি ৮ দশমিক ৫ ছিলো। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকার সিদ্ধান্ত আগের নিয়মেই বহাল থাকবে।
মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। গতবছর ছিলো জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫।
চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৭ থাকতে হতো। এবার সেটি কমিয়ে ৬ দশমিক ৫ করা হয়েছে।
গতবারের মতো এবারও ১২০ নম্বরের মধ্যে পরীক্ষা হবে।
৬০ নম্বরের এমসিকিউ
৪০ নম্বরের রিটেন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (১০+১০) টোটাল ২০ নম্বর।
২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটি আগামীকাল জেনারেল এডমিশন কমিটির সভায় চূড়ান্ত করা হবে।
May be an image of text that says "ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১-২২ সেশন তারিখ ০৩/০৬/২২ ০৪/০৬/২২ ১০/০৬/২২ ১১/০৬/২২ ১৭/০৬/২২ ইউনিট আবেদনের যোগ্যতা গ SSC+ HSC (৪র্বিষয়সহ) GPA 7.5 (আলাদাভাবে GPA3.0 থাকতে হবে) SSC HSC বিষয়সহ) GPA (আলাদাভাবে GPA3.0 থাকতে হবে) SSC HSC (8র্ণ বিষয়সহ) GPA 8.0 (আলাদাভাবে GPA 3.5 থাকতে হবে) নিজ নিজ ইউনিটের যোগ্যতানুযায়ী চ SSC HSC (৪র্বিষয়সহ) GPA 6.5 আবেদনের তারিখ: ২০/০৪/২০২২ থেকে ১০/০৫/২০২২ পর্যন্ত। *পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস সংক্রান্ত তথ্য কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। ০১৭২০-৯৫৮৫১০ ০১৭৫০-১৩৮৯৫০ FOCUS UnivestyAdmissonCoching"
59
4 comments
2 shares
Like
Comment
Share

কোন মন্তব্য নেই

thanks you

Blogger দ্বারা পরিচালিত.