৭ কলেজে অনার্স ১ম বর্ষে [২০২১-২২] শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ার A-Z ।
৭ কলেজে অনার্স ১ম বর্ষে [২০২১-২২] শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ার A-Z ।
অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ও আবেদন শুরুর তারিখ নিম্নরূপঃ
★অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার তারিখ ০১/০৭/২০২২ হতে ২০/০৭/২০২২ তারিখ।
★আবেদন ফি ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা। (তবে চূড়ান্ত হবে উপাচার্য মহোদয়ের সাথে আলোচনা করে)
★পরীক্ষা গ্রহণের তারিখ নিম্নরূপঃ
*কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট- ২৬/০৮/২০২২
*বিজ্ঞান ইউনিট - ১২/০৮/২০২২
*বাণিজ্য ইউনিট - ১৯/০৮/২০২২
★সময়সূচিঃ
সকাল ১১.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইখানে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতে হবে এবং ৭৫% উপস্থিতি না থাকলে ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
SSC ও HSC সমন্বয়ে জিপিএ -- ৭.০০
SSC ও HSC সমন্বয়ে জিপিএ - ৬.০০
SSC ও HSC সমন্বয়ে জিপিএ -- ৬.৫০
তিন ইউনিটে মোট আসন সংখ্যা =২৩২৬২ টি।
*বিজ্ঞান ইউনিটে -৬৫০০
*বাণিজ্য ইউনিটে-৫৩১০
*মানবিক ইউনিটের মোট আসন ১১৪৫২ টি(১০০%) এর মধ্যে বিজ্ঞান ১৫% ও বাণিজ্য ৫% আসন পাবে।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বিভিন্ন ইউনিটে ভর্তির পরীক্ষায় আসা বিষয়গুলোঃ
সকল বিষয়ে ইন্টারমেডিয়েটে এর পাঠ্যসূচির আলেকে ভর্তি পরীক্ষা হবে।
ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)
বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান,
রসায়ন,গনিত,জীববিজ্ঞান। ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের মান - ২৫ ×৪ = ১০০ নম্বর।
বিদ্রঃ শিক্ষার্থী যে বিষয়টি ইন্টারমিডিয়েট পড়ে নাই সেটার বদলে বাংলা অথবা ইংরেজি উওর করতে পারবে।
খ -ইউনিট( মানবিক বিভাগ)বাংলা,ইংরেজি,সাধারন জ্ঞান থেকে প্রশ্ন হবে। বাংলা ও ইংরেজি বিষয় মান - ২৫+২৫ এবং সাধারণ জ্ঞান মান - ৫০ নম্বর মোট ১০০ নম্বর।
*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে।
গ - ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)
বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং। প্রতি বিষয়ের মান ২০ করে মোট ১০০ নম্বর।
★পরীক্ষা হবে ১০০ মার্কের (MCQ পদ্ধতিতে)।২০ নাম্বার জিপিএর উপর।
★কোন নেগেটিভ মার্কিং নেই।
★SSC ও HSC রেজাল্টের উপর ২০ নাম্বার থাকবে মোট ১২০ নম্বর।
ভর্তি_পরীক্ষার_নাম্বার বন্টনঃ
মোট নাম্বার ১২০, তার মধ্যে MCQ পরীক্ষা ১০০ মার্কের এবং বাকী ২০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর। এক্ষেত্রে SSC পাওয়া GPA কে ২ দিয়ে গুন ও HSC পাওয়া GPA কে ২ দিয়ে গুন করে, SSC ও HSC এর নাম্বার যোগ।
স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে।
অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক-ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবে। ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ-ইউনিটে পরিক্ষা দিতে পারবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ-ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
বিজ্ঞান ও বানিজ্য বিভাগের পরীক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে না। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও বানিজ্য বিভাগে এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিষয়ে পড়তে ইচ্ছুক থাকে তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভাগ পছন্দক্রম ফরম পূরণের সময় তা পছন্দ করতে পারবে এবং মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি সম্পন্ন হবে।
** কলেজ ও সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ থাকবে আসন খালি থাকা সাপেক্ষ।
৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে - মেয়ে উভয়ই আছে।
বিঃদ্রঃ -ভর্তি পরীক্ষায় আর কোন কিছু পরিবর্তন হলে গ্রুপে অবশ্যই জানিয়ে দেওয়া হবে।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলো হলোঃ
১)ঢাকা কলেজ।
২)ইডেন মহিলা কলেজ।
৩)সরকারি তিতুমীর কলেজ।
৪)বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
৫)কবি নজরুল সরকারি কলেজ।
৬)সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
৭)সরকারি বাঙলা কলেজ।
ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?
সাত কলেজের সব চেয়ে বেশি প্রশ্ন হয় বিগত সালের প্রশ্ন,ঢাবির বিগত ১০ বছরের প্রশ্ন। অর্থাৎ এগুলো দেখে গেলে ২০-৩০% কমন পাবেন। কারণ সাত কলেজের প্রশ্ন ঢাবির স্যাররাই করে। আর আপনি যদি নিজের বিভাগ নিয়ে কিছুটা জেনে থাকেন তবে পাশ করা সম্ভব। তবে বিষয় আর পছন্দের কলেজ পেতে হলে বেশি নম্বর দরকার।
বিঃদ্রঃ-যারা ঢাবির জন্য প্রস্তুতি নিবেন তাদের আলাদা করে প্রস্তুতি নিবার দরকার নেই।
ধন্যবাদ।

good
উত্তরমুছুন