|| ফুটপাত হোক হকারমুক্ত ||
|| ফুটপাত হোক হকারমুক্ত ||
"নীলক্ষেত থেকে নিউমার্কেট হয়ে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাতে সবধরনের হকার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই এরিয়ায় কোনো হকার বসতে পারবেনা। তাদের সাহস অনেক বেড়ে গেছে। সময় এখন হকারদের দমন করার। হকারদের লাগামহীন উৎপাতে ফুটপাতে পা ফেলবার জায়গাটুকু পর্যন্ত নেই। এই এরিয়াকে অনির্দিষ্টকালের জন্য হকারমুক্ত এলাকা ঘোষণা করতে হবে।"

কোন মন্তব্য নেই
thanks you