Header Ads

✅স্বপ্ন যাদের সবচেয়ে বড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের পোস্ট টা তাদের জন্য।

 ✅স্বপ্ন যাদের সবচেয়ে বড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের পোস্ট টা তাদের জন্য। 


ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা


✅আবেদনকারীকে অবশ্যই ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২১ সালে এইচএসসি/সমমান পাশ করতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।


⛔এ ইউনিট –  এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।



⚠️বি ও বি ১ ইউনিট:


☢️বিজ্ঞান বিভাগ – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।


☢️মানবিক বিভাগ– এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।


⛔ব্যবসায় শিক্ষা বিভাগ- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।


✅সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।


☢️ডি ইউনিট- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।


⚠️ডি ১ সাব ইউনিট: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।


⛔বিঃদ্রঃ এখনও সার্কুলার দেইনি উপরের তথ্যগুলো গত বছরের সার্কুলার অনুযায়ী। 


⛔চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ যদি তুমি সহজ উপায় বের করতে পারো। 


⚠️চবিতে ভালো করার জন্য আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু টিপস দিচ্ছি আশা করি অনেক কাজে আসবে।


⚠️চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন রিপিট হয়। মানে গত বছর গুলার প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন হয়। তারচেয়েও বড় কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন আসেই। টপিক গুলা পরবর্তী পোস্টে দেবো। পরবর্তী পোস্ট গুলা সবার আগে পেতে এখনই ফ্রেন্ড রিকুয়েষ্ট অথবা আইডি ফলো করে রাখো।


🚸এখন কথা হচ্ছে তুমি নিজে নিজেই গুরুত্বপূর্ণ টপিক গুলা বের করতে পারো। তুমি যদি গত ১০ বছরের প্রশ্ন দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কোন কোন টপিক থেকে প্রতিবছরই প্রশ্ন এসেছে। তোমার কাজ হবে সেই টপিক গুলা চিহ্নিত করা এবং ওই টপিক গুলা অন্য সহায়ক বই থেকে বিস্তারিত পড়া। যেমন ধরো তুমি চবির B,D, ইউনিটে প্রতিবছরই ""নোবেল পুরষ্কার"" থেকে প্রশ্ন আসে এখন তুমি বুঝে গেছো তোমার জন্য নোবেল পুরষ্কার অনেক গুরুত্বপূর্ণ এখন তুমি নতুন বই থেকে ২০২২ সালের সহ বিগত বছরের নোবেল বিজয়ীদের জেনে নাও।


🚸সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কোন প্রশ্ন ব্যাংক থেকে বিগত সালের প্রশ্ন গুলা পড়বে। যদি আমার পরামর্শ নাও তাহলে আমি সাজেস্ট করবো ""চবি গাইডলাইন""

 

☢️কেনো ""চবি গাইডলাইন""  কারণ আমি দেখেছি শুধু চবি গাইডলাইন বইতেই বিগত ১০ বছরের সকল প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেওয়া আছে তারচেয়েও বড় কথা ""চবি গাইডলাইন"" বইতে নতুন সিলেবাসের আলোকে চূড়ান্ত সাজেশন এবং নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট দেওয়া আছে যা বাংলাদেশের আর অন্য কোন বইতে দেওয়া নেই। 


☢️তাই অবশ্যই তোমার পড়ার টেবিলে চবি গাইডলাইন বইটা রাখতে ভুলবে না।


🔰চবি গাইডলাইন A ইউনিট

🔰চবি গাইডলাইন B ইউনিট 

🔰চবি গাইডলাইন C ইউনিট

🔰চবি গাইডলাইন D ইউনিট


✅চার টা ইউনিটের জন্য ৪ টা বই প্রতিটি বইয়ের দাম ২৫০ টাকা। বাংলাদেশের সকল অভিজাতীয় লাইব্রেরীতে বই পাওয়া যাবে এবং রকমারি.কম থেকেও বই কিনতে পারবে। 


✅বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স/মেসেজ করতে পারো।  আইডি ফলো করে আমার সাথেই থাকো।


সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল❤️❤️



কোন মন্তব্য নেই

thanks you

Blogger দ্বারা পরিচালিত.