Header Ads

ছাত্র কর্তৃক শিক্ষক অপমাণিত ও আহত

 ছাত্র কর্তৃক শিক্ষক অপমাণিত ও আহত।


ঘটনাটি ঘটেছে ডুমুরিয়ার মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজ, শরাফপুরে আজ ০৫/০৬/২০২২ ইং তারিখ অনুমানিক দুপুর ১ টার সময় ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের  বানিয়াখালী গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে রব্বানী মোল্যা (দ্বাদশ) ও ইকবাল শেখের পুত্র ইমন  দুজন মেয়েকে নিয়ে অত্র কলেজের পরিত্যাক্ত ক্লাস রুমের জানালা দরজা বন্ধ করে তারা কথাবার্তা বলতে থাকে এবং নষ্টামি করতে থাকে তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক জনাব ইলিয়াস হোসেন তাদের নিষেধ কররে তারা তাকে তার নিজের কাজে যেতে বলে,  জনাব ইলিয়াস হোসেন তাদের আবারও নিষেধ করলে তারা তার জামার কলার ধরে মারধর করে এবং অনেক গালিগালাজ করে।


 পরবর্তীতে সেখানে অত্র কলেজের শিক্ষক সুব্রত (কৃষি শিক্ষা) ও আব্দুল হাই (ইতিহাস) বিভাগ সহ অনেকে সেখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ইলিয়াস হোসেনকে উদ্ধার করেন। এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারিরা ক্ষোপ প্রকাশ করেছেন। গোপন সূত্রে জানা যায় যে এরা ছাত্রদলের সাথে পরোক্ষভাবে জড়িত।




কোন মন্তব্য নেই

thanks you

Blogger দ্বারা পরিচালিত.