Header Ads

রক্তাক্ত হবে কেনো আমার ক্যাম্পাসের ছাত্ররা

 রক্তাক্ত হবে কেনো আমার ক্যাম্পাসের ছাত্ররা

 ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বলছে....




ব্যবসায়ীদের পক্ষ নিয়ে ছাত্রদের উপর টিয়্যারসেল, গ্যাস, রাবার বুলেট, গুলি কেনো??
প্রশাসন কখনোই এর উত্তর দিতে পারবে না।
ক্যাম্পাসের ভিতরে ছাত্রদের লক্ষ্য করে গুলি, টিয়্যারসেল কেনো??
রক্তাক্ত হবে কেনো আমার ক্যাম্পাসের ছাত্ররা?? কাঁচা রক্ত এখনো লেগে আছে ক্যাম্পাসের দেয়ালে।
গ্যাসে এখনো চোখ, মুখ, নাক জ্বলছে....
আগুন আবারও জ্বলবে সঠিক জবাব না দেয়া পর্যন্ত
লড়াই চলবে...........
ক্রোতা-বিক্রেতার মাঝে দরকষাকষি নিয়ে মনোমালিন্য স্বাভাবিক বিষয়। আর ঢাকার নিউমার্কেটে শপিং করতে গিয়ে দামাদামি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি, এমন মানুষ মেলা ভার। সেখানকার দোকানদার, বিশেষত অল্পবয়সী স্টাফদের আচার-ব্যবহার, অশ্লীল বাক্য বিনিময় সম্পর্কে সবাই কমবেশি অবগত! বাইরের সাধারণ মানুষ এসব নিরবে সহ্য করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফিডব্যাক দেয় বলে বাকবিতন্ডা, হাতাহাতির ঘটনাও হরহামেশাই ঘটে।
রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ নিয়ে প্রাথমিকভাবে যেটা জানলাম, নিউমার্কেটে একটি খাবারের দোকানে অস্বাভাবিক বেশি বিল চাওয়া নিয়ে ঢাকা কলেজের দুজন শিক্ষার্থীর সাথে বাদানুবাদের এক পর্যায়ে তাদের আটকে রেখে শারীরিকভাবে বেদম প্রহার ও ছুরিকাঘাত করা হয়। সে খবর কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে স্বভাবতই ছাত্ররা উত্তেজিত হয়ে এগিয়ে এলে ব্যবসায়ী ও স্টাফদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।
এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হওয়া উচিত স্বচ্ছ, নিরপেক্ষ, সহনশীল। ঢাকা কলেজের প্রায় সকল শিক্ষার্থীর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যপন্থা অবলম্বন না করে, ঢাকা কলেজের গেটের উপর দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করায় বেশকয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মাথায়, চোখে-মুখে কয়েক ডজন রাবার বুলেটবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসার সুযোগ নেই বলে ফিরিয়ে দিলে, তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। ছেলেটার গুলিবিদ্ধ ছবি দেখে খুব খারাপ লাগছে। দোয়া করি, আল্লাহ্‌ ছেলেটাকে বাঁচিয়ে দিক।

প্রকৃত ঘটনা কি, অধিকতর তদন্তে নিশ্চয় বেরিয়ে আসবে। তবে ঘটনার কয়েকটি লাইভ ভিডিও ও ছবি দেখে মনে হয়েছে, দায়িত্ব নিয়ে পরিস্থিতি ভিন্নভাবেও সমাধান করা যেতো। শিক্ষার্থীদের উপর এমন নজিরবিহীন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কোন মন্তব্য নেই

thanks you

Blogger দ্বারা পরিচালিত.