Header Ads

চবি এ ইউনিট (বিজ্ঞান বিভাগের জন্য)

 চবি এ ইউনিট (বিজ্ঞান বিভাগের জন্য)

.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit এ ২১ টি ডিপার্টমেন্ট এ মোট ১২১২ টি সিট রয়েছে।


কি কি বিষয় আছে?
.
বিষয়ের নাম (আসন সংখ্যা)
.
১. পদার্থ (১১০)
২. রসায়ন (১১০)
৩. গণিত (১১০)
৪. পরিসংখ্যান (১১০)
৫. ফলিত রসায়ন ও কেমিকৌশল (৩০)
৬. ফরেস্ট্রি (৪০)
৭. পরিবেশ বিজ্ঞান (৩৫)
৮. প্রাণিবিদ্যা (১০০)
৯. উদ্ভিদ বিজ্ঞান (১০০)
১০. ভূগোল ও পরিবেশ বিদ্যা (৪০)
১১. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (৪০)
১২. মাইক্রোবায়োলজি (৪০)
১৩. মৃত্তিকাবিজ্ঞান (৫০)
১৪. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (৩৫)
১৫. মনোবিজ্ঞান (২২)
১৬. ফার্মেসি (৩০)
১৭. কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং (৬৫)
১৮. ইলেক্ট্রিক্যাল & ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৫৫)
১৯. ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স (৪০)
২০. ওশানোগ্রাফি (২৫)
২১. ফিসারিজ (২৫)
.
ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতাঃ
.
১. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ পেতে হবে
২. দুটো মিলিয়ে মোট পয়েন্ট হতে হবে মিনিমাম ৭.৫০
.
ভর্তি পরীক্ষায় যে যে বিষয়ে প্রশ্ন হয়ঃ
১. বাংলা (১০)
২. ইংরেজি (১৫)
৩. পদার্থ বিজ্ঞান (২৫)
৪. রসায়ন (২৫)
৫. উচ্চতর গণিত (২৫)
৬. জীববিজ্ঞান (২৫)
বিদ্রঃ পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এই ৪ টি বিষয় থেকে যে কোন তিনটি উত্তর করতে হয়। বাংলা ইংরেজি অবশ্যই উত্তর করতে হয়।
পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। মোট ১০০ নাম্বারের পরীক্ষা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবে আর ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর কাটা যাবে।
পাশ মার্ক = ৪০ (চল্লিশ)
বই সাজেশনঃ
১. প্রশ্নব্যাংকঃ হালদা A ইউনিট প্রশ্নব্যাংক
২. বাংলাঃ বিচিত্রা অথবা রেনেসাঁ
৩. ইংরেজিঃ শুধু TOEFL cliifs অথবা TOEFL Barron পড়লেই হবে
৪. পদার্থঃ প্লাস বা বিচিত্রা সিরিজের বই
৫. রসায়নঃ কেমিস্ট্রি প্লাস/অক্সিজেন প্লাস/রসায়ন বিচিত্রা
৬. গণিতঃ ম্যাথ প্লাস/ম্যাথমেটিকা/গণিত বিচিত্রা
৭. বায়োলজিঃ বায়োলজি প্লাস/বায়োলজি বিচিত্রা
বিদ্রঃ প্লাস সিরিজের বইগুলোই ভাল।
স্পেশাল সাজেশনঃ হালদা প্রশ্নব্যাংকটি কিনে মিনিমাম ১০ বার শেষ করবে। এটা তোমাকে অন্যদের চেয়ে ১০ ধাপ এগিয়ে রাখবে। বাংলায় যেহেতু নাম্বার কম, অনেকে বাংলার প্রিপারেশন এ ঢিল দেয় বেশি। এটা করা ভুল। পরীক্ষা ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রিতে নাম্বার তোলার চেয়ে বাংলা আর ইংরেজিতে নাম্বার তোলা সহজ। বুদ্ধিমানেরা এই সুযোগটা কাজে লাগায়।
8
Like
Comment
Share

কোন মন্তব্য নেই

thanks you

Blogger দ্বারা পরিচালিত.